নারায়ণগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের আবুল কালাম আজদের বদলির আদেশের প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিভিন্ন শ্লোগান দেন তারা। একইসঙ্গে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলও করেছেন তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত এবং উৎসাহ দিয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যার। অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হয়েও তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। এ ছাড়া কলেজে তার নানা অবদান রয়েছে। তাই আমাদের কলেজের সকল শিক্ষার্থীরা চান তিনি যেন তার অধ্যক্ষের পদে বহাল থাকেন।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, অবিলম্বে অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এ জন্য আমরা ১৬/১৭ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।