শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কাজ করার আহ্বান জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য প্রশ্ন রাখেন, আগে সংসার নাকি আগে সংস্কার? মানুষের তো এখন সংসারই চলে না। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারেন না? সরকার।
দলীয় নেতাকর্মীদের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া হয়েছিল। আর এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।