খালেদা জিয়া ৫ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। ৫ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. (এ জেড এম) মো: জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব (এবিএম) মো: আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে গুলশান-২ এর ৭৯ নাম্বার রোডের বাসা ফিরোজায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।