খুলনার পাইকগাছায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মহানন্দ মহলদার (৫৬) নামের এক গ্রাম ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। আজ সকালে গ্রেফতারকৃত মহানন্দ মহলদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, গ্রাম ডাক্তার মহানন্দ মহলদার নিয়মিত শিশুটির পিতার বাড়িতে যাতায়াত করতেন। গত ২ জুলাই শিশুটির পিতা বাইরে গেলে তিনি মোবাইল দেখানোর কথা বলে শিশুটিকে ডেকে নেন এবং তাকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি শিশুটির মা দেখে ফেলেন এবং পরে বিষয়টি শিশুর পিতা জানতে পারেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) ঈদ্রিসুর রহমান বলেন, ‘‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’’