কুষ্টিয়ায় হাত-পা বেঁধে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে মো: রুবেল হোসেন নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় বনফুড বেকারির সামনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত রুবেল জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো: শহিদ ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে মুখ বেঁধে রুবেলকে বেধরক মারপিট করা হয়। এরপর তার হাত-পা বেঁধে একটি ৪তলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। এ সময় রুবেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।
তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার সময় রাত ১২টার দিকে রুবেল মারা যায়।
হত্যাকাণ্ডের সঠিক কারণ জানতে না পারলেও পুলিশ ধারণা ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের কেউ এ ঘটনাটি ঘটিয়েছে। ছাত্রাবাসের বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
কুষ্টিয়ায় হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থীকে হত্যার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু রাসেল জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।