কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ আগুনে ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (০৩ মে) দুপুরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল জয়রামপুর গ্রামে পানের বরজে আগুন লেগে পানচাষী রুবেল ইসলাম, আজের উদ্দিন, মানারুল ইসলাম, বাবু, হবিবর রহমান, কোরবান আলী, ভাদু, মো: ইংরাজুল সহ মোট ১০ জন পানচাষীর পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ভেড়ামরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পানের বরজ পুড়ে ছাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে পানচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।