ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ কোটি টাকার ভারতীয় মালামালসহ মাদকের বিশাল চালান জব্দ করেছে বিজিবি। এ সময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার কুসুমপুর এলাকার বিত্তিপাড়া গ্রাম থেকে তাদের ৩জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রিয়াজ, নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের মো: জাফর শেখের ছেলে মো: ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলাকার মো: শের আলীর ছলে মোবারক আলী।
উদ্ধারকৃত মালামাল হলো, ৭ বোতল ভারতীয় এলএসডি মাদক, জর্জেট শাড়ি, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ঔষধ। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার টাকা।
মহেশপুর সীমান্তে ভারতীয় মালামাল জব্দসহ ৩ জনকে আটকের বিষয়ে খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েকজন চোরাকারবারী একটা মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার করার সময় বিজিবির টহল দল তাদের থামতে বলে।
এসময় তারা বস্তাটি ফেলে রেখে পালানোর চেষ্টা করলে ৩ চোরাকারবারীসহ উল্লেখিত মালামাল জব্দ করে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।