বাগেরহাটের মোংলায় যৌথবাহিনীর অভিযানে যুবলীগ নেতা মো: সাদ্দাম হোসেনসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সারা রাত অভিযান চালিয়ে মোংলা পোর্ট পৌর শহরের কুমারখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, কুমারখালী এলাকার সাবেক কাউন্সিলর মো: হাবিবুর রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩৫) ও ফিরোজ আহমেদ। সম্পর্কে তারা দু’জন সৎ ভাই।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মোংলা পৌর শহরের কুমারখালী এলাকায় বিশেষ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনীর দল। এ সময় ওই এলাকা থেকে যুবলীগ নেতা মো: সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দামের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাসা ও পৌর শহরে অবস্থিত হাবিব ইন্টারন্যশনাল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে রাখা ১টি বিদেশি শটগান, ১টি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ ১ লক্ষ টাকা জব্দ করা হয়। এসময় তার সহযোগী মো: ফিরোজ আহমেদকেও আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সকল আলামতসহ মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মো: আজিজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতভর যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ আটকৃতদের বুধবার সকালে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এর সাথে আন্যকেউ জড়িত রয়েছে কি না সে বিষয়েও তদন্ত ও অভিযান চলছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বুধবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।