মোটরসাইকেলযোগে তিন বন্ধু খেজুরের রস খেতে ফরিদপুরের বোয়ালমারীর কালিনগর এলাকায় যাচ্ছিলেন। পথে মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি অজ্ঞাত গাড়িচাপায় তারা নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৮), একই গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনি মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান জানান, কাশিয়ানী উপজেলার পোনা গ্রাম থেকে তিন তরুণ খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন। পথে মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে
একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দিপু ও বিশালে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয় মৃধাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।