খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ৭ বছর বয়সী ৩ শিশু। এদের মধ্যে মো: আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর ২ শিশুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ৮টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের মো: সোহান মিয়ার ছেলে। আশঙ্কাজনক অন্য ২ শিশু ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের মো: হোসেন আলীর ছেলে জিহাদ (৭) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মো: আব্দুল মমিন মিয়ার ছেলে সোবাহান (৭)। শিশু সোবাহান তার নানির বাড়িতে বেড়াতে এসেছিলো।
শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন শিশু খেলাধুলা করছিলো। খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পেছনে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর একটি শিশুর চিৎকার শুনতে পায় পরিবারের লোকজন। পরে তারা এসে পুকুরের পানিতে হাবুডুবু খাওয়া অবস্থায় শিশু জিহাদ ও সোবাহানকে দ্রুত উদ্ধার করেন।
তবে তখনো শিশু রহমান নিখোঁজ ছিলো। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু রহমানের পড়ে থাকা প্যান্টের অংশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকেও উদ্ধার করা হয়। পরে ৩ জন শিশুকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সকাল বেলা ৩ জন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আমরা ১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।