গণহত্যাকারীদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন আসিফ।
ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করবো। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচু কাজে লিপ্ত হয়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকে এভাবেই মনে রাখা হবে।’
আসিফ আরো লিখেছেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কী হয়েছিলো? অথচ এদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারীদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।