বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার দায়ে রাজধানীর দুই থানায় দায়ের করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। আজ সকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ২ মামলাতে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ী থানার মামলায় ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।