বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার মামলায় সাবেক ৯জন মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৩ জনকে আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়। এর পরই তাদের গ্রেফতার দেখানো হয়।
ট্রইব্যুনালে যাদের গ্রেফতার দেখানো হলো, সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, সবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
এর আগে, গত ২৭ অক্টোবর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের ট্র্যাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।