২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ‘জুলাই পদযাত্রা’র নবম দিনের সমাপ্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, “২০২৪ সালে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে। বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনা নিজেই সেদিন গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই গুলিতে যারা নিহত হয়েছেন, তার দায় খুনি হাসিনা ও আওয়ামী লীগের।”
পথসভায় আবরার ফাহাদের স্মৃতিচারণ করে নাহিদ বলেন, “বাংলাদেশপন্থী রাজনীতির পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। তাঁর দেখানো পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টিও সেই আদর্শে রাজনীতি করে। আবরার থেকে আবু সাঈদ, সব শহীদকে আমরা স্মরণ করছি। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
এর আগে ,বুধবার দুপুর ১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে পথসভা করেন। এতে দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ও নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।