তীব্র গরমে এর মাঝেও লোডশেডিং সীমিত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, প্রয়োজনীয় এলএনজি, পর্যাপ্ত কয়লা ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চলতি গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় থাকবে। গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য হবে না।
তিনি আরও বলেন করেন, “রাজনৈতিকভাবে সংকট তৈরি করার চেষ্টা অনেকেই করে। অতীতে দেখা গেছে, সংকটের সুযোগে রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্প এসেছে। কিছু মহল সংকটকে নিজেদের সুবিধায় ব্যবহার করে।”
গুজব ও আতঙ্ক ছড়ানো ঠেকাতে সাংবাদিকদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “কিছু সংবাদমাধ্যম ভয়াবহ লোডশেডিংয়ের খবর প্রকাশ করছে। বাস্তবে, সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ২৪ এপ্রিল, মাত্র ১৩৯ মেগাওয়াট।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়, কিন্তু অনেক জায়গায় সমস্যার মূল কারণ হচ্ছে ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়া। এসব মেরামতে কিছুটা সময় লাগলেও সেটি প্রকৃত লোডশেডিং নয়।”
সরকার পরিস্থিতি মনিটরিং করছে এবং বিদ্যুৎ সেবা আরও নিরবচ্ছিন্ন রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।