পটুয়াখালী গলাচিপায় ট্রাকচাপায় মো: তরিকুল ইসলাম তুহিন নামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম তুহিন উপজেলার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো: রহিম খানের ছেলে। তিনি গলাচিপা উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির ১নং সদস্য।
জানা গেছে, তুহিন ব্যক্তিগত কাজে আজ সকালে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্যে উপজেলার শাখারিয়া সড়কের তালতলায় পৌঁছালে আকন বাড়ির সামনে একটি রড বোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঘাতক ট্রাকের আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গলাচিপায় ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গলাচিপা সদর হাসপতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।