পারিবারিক কলহের জেরে রশেনা খাতুন (৬৬) নামে এক অটোভ্যান চালকের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রশেনা খাতুন বগুড়ার ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মো: বাচ্চু প্রামানিকের স্ত্রী। সোমবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু-রশেনা দম্পতির ২টি ছেলে এবং ১টি মেয়ে রয়েছে। তাদের মেয়ে ও ছেলেরা বিয়ে করে মা-বাবাকে ভরণ পোষণ দেন না। বৃদ্ধ বাচ্চু প্রামানিকের পক্ষে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা অনেক কষ্টকর হয়ে পড়েছে।
সংসারে অভাব অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া-বিবাদ হতো। এর জের ধরে সোমবার স্বামী বাচ্চু প্রামাণিক অটোভ্যান চালাতে গেলে তার স্ত্রী ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সংসারের অভাব অনটনের কারণে পারিবারিক কলহের জেরে রশেনা খাতুন আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বামী বাচ্চু প্রামানিক দাবি করছেন তার স্ত্রী রশেনা মানসিক রোগী ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিহত রশেনা খাতুনের মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।