গাইবান্ধায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৪৬ জন জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রুজু করা হয়েছে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত তাঁবু, গুটি, তাস ও নগদ ২৪ হাজার ৬৩৫ টাকা জব্দ করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী অষ্টমীর অনুষ্ঠানকে ঘিরে জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকায় মেলা বসেছে। এইসব মেলায় বিচ্ছিন্নভাবে জুয়ার আসর বসানোর চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র। জেলার বিভিন্ন উপজেলার পুলিশ নিজ-নিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে ২৪ ঘণ্টার এই অভিযানে মোট ৪৬ জন জুয়াড়িকে আটক করা হয়।
গাইবান্ধায় পুলিশের অভিযানে ৪৬ জুয়াড়ি আটকের বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন জানান, এ ঘটনায় বিভিন্ন থানায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। জুয়াবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। দেশের কোথাও জুয়ার আসর বসানোর কোন সুযোগ নেই বলেও জানান তিনি।