গাইবান্ধায় হরতালে পাঁচ ট্রাক-বাস ভাঙচুর করছে দুর্বৃত্তরা। জামায়াতে-বিএনপি’র হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি পণ্যবাহী ট্রাক, একটি যাত্রীবাহী বাস, ও দুটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকা-রংপুর মহসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনাটি ঘটে।
গাইবান্ধায় হরতালে গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরজু সাজ্জাদ হোসেন।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় জামায়েত- বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। পরে বলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামে একটি যাত্রীবাহীবাসে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইট-পাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) মো: লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।