ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘ইসরায়েলি বর্বরতা বন্ধ করো’, ‘ইসরায়েল এক সন্ত্রাসী রাষ্ট্র’, ‘গাজা জ্বলছে—বিশ্ব নীরব কেন?’, ‘মুসলিম উম্মাহ জাগো’, ‘We Stand With Palestine’—এমন নানা স্লোগানে রাজপথ কম্পিত করেন। এসময় তারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা বহন করে সংহতি প্রকাশ করেন।

ছাত্রদলের নেতারা বিক্ষোভে বক্তব্য রাখেন এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণের আহ্বান জানান।
ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা বলেন, “ইসরায়েল যেভাবে নারী-শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমরা বিশ্ব বিবেকের কাছে এর জবাবদিহিতা চাই।”
বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিল।
উল্লেখ্য, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে গাজায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।