গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক বর্বরতার বিরুদ্ধে বগুড়ায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কেন্দ্রীয় সাতমাথা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন পেশাজীবীরা এই বিক্ষোভে অংশ গ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।


‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ করো”—ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে রাজপথে মিছিল করেন।


মিছিল শেষে সাতমাথা মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলা শুধু ফিলিস্তিন নয়, পুরো মানবতার উপর আঘাত। শিশু ও নারীদের ওপর চলমান গণহত্যা মানবাধিকারের জঘন্য লঙ্ঘন। এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এদিকে, একই দিনে সকাল ১১টায় গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সংহতি জানিয়ে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধ বন্ধের দাবি জানান।