ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর প্রতিবাদ জানিয়ে গাজায় মানবিক বিপর্যয় রোধে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি গভীর উদ্বেগজনক। এই হামলায় নিরীহ বেসামরিক মানুষ, বিশেষ করে নারী ও শিশুর ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যে সংকটাপন্ন অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তিগুলোর প্রতি গুরুতর অবজ্ঞার বহিঃপ্রকাশ।”
বাংলাদেশ সরকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এসব হামলা ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ চরমভাবে বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরও বিপর্যয় সৃষ্টি করেছে।
বাংলাদেশ সরকার অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
“নিরীহ মানুষের প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের এই ধারা অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।