গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) জেলার চান্দনা চৌরাস্তা মোড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই হাসনাত আবদুল্লাহ নিজেই গণমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাড়ির জানালার কাঁচ চুরমার হয়ে গেছে এবং তাঁর হাতে আঘাত লেগেছে।
হামলার খবরে রাজনৈতিক অঙ্গনে দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যমে সরব হয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, ওনার হাত রক্তাক্ত। গাজীপুরের আশেপাশের এলাকাবাসীকে অনুরোধ করছি, দয়া করে তাকে নিরাপত্তা দিন।”
এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসউদও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্টে লিখেছেন, “গাজীপুরের চান্দনায় আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। যারা নিকটে আছেন, দয়া করে দ্রুত সহায়তা করুন।”
ঘটনার গুরুত্ব বিবেচনায় দলটির পক্ষ থেকে রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি ব্রিফিংয়ের ঘোষণা এসেছে। এতে ঘটনার বিস্তারিত, সম্ভাব্য কারণ ও দলের পরবর্তী অবস্থান জানানো হতে পারে বলে জানা গেছে।