গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান।
প্রসঙ্গত, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।