নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ির ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জাহানারা বেগম সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুর রশিদের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, গতকাল দিবাগত রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা বেগম। পরে রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মামুন খালাসী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরর্বর্তী আইনগত ব্যবস্থ্য প্রক্রিয়াধীন রয়েছে।