অভিনয়শিল্পী সংঘের সালিস বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। বেশ কিছু দিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে শামীমের বিরুদ্ধে মারধর, গালাগালি, এমনকি ধর্ষণের হুমকির অভিযোগ এনেছিলেন প্রিয়াঙ্কা।কিন্তু এবার প্রকাশ্যে তিনি জানালেন, ‘শামীম গায়ে হাত দেননি, ধর্ষণের অভিযোগও ছিল ভুল।’
গত বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, “শামীম ও প্রিয়াঙ্কা উভয়েই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পী সমাজে দায়বদ্ধতার উদাহরণ।” সংঘের ফেসবুক পেজে একটি ভিডিওও পোস্ট করা হয়, যেখানে শামীম হাসান সরকার ভক্তদের কাছে ক্ষমা চান এবং নারী সহশিল্পীদের প্রতি আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দেন।
সেই সালিস বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াও। সেখানে তিনি বলেন, “শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার একটা ভুল শটে উনি রেগে যান এবং গালিগালাজ করেন। তবে সেটা রাগের মাথায় করেছেন, তিনি সেটা স্বীকার করেছেন।”
তিনি আরও বলেন, “আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি—এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।”
ধর্ষণের অভিযোগ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ধর্ষণের বিষয়টা একেবারেই ভুল তথ্য ছিল। উনি আমাকে স্পর্শ করেননি বা গায়ে হাত দেননি।”
কয়েক সপ্তাহ আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা প্রিয়া দাবি করেন, শামীম শুটিং সেটে তাকে মারধরের চেষ্টা করেছেন, গালিগালাজ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। পাল্টা এক সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকার এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
অবশেষে শিল্পী সংঘের হস্তক্ষেপে এই বিরোধ মিটেছে বলে জানা গেছে। সংঘের পক্ষ থেকে শামীমকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।