গীতিকার ও সুরকার আবু জাফর মারা গেছেন। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যু বরণ করেছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লোক গবেষক সাইমন জাকারিয়া।
জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন আবু জাফর।
আবু জাফর একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, শিক্ষক ও কবি। এই পদ্মা এই মেঘনা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য গানের গীতিকার ও সুরকার তিনি।
উল্লেখ্য, আবু জাফর ঢাকা ও রাজশাহী বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন তিনি। আবু জাফরের রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান আলোড়ন তুলেছিল। গীতিকার আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।