সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ১ম স্ত্রীর হাতে স্বামী মো: মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমীন সিলেটের কানাইঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের মো: শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, শুক্রবার (১৮ অক্টেবর) রাতের কোনও একসময় স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে অচেতন করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি খাটের নিচে লুকিয়ে রাখেন তিনি। এরপর শশুর বাড়ি গিয়ে তাদের জানান, তার স্বামীকে স্ত্রী নাদিয়া খুঁজে পাচ্ছেন না। পরে শনিবার (১৯ অক্টেবর) বিকেলের দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী নাদিয়া বেগমকে আটক করে।
গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ‘স্ত্রীর হাতে’ ইমাম নিহত বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: আব্দুল নাসের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।