বন্ধু মিতালী ফাউন্ডেশনের গ্রাহকের টাকা ফেরত ও প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের দাবীতে নওগাঁ শহরের মুক্তির মোড়ে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এই সংস্থার গ্রাহকরা। রবিবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে প্রায় ৩ শতাধিক গ্রাহক। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে চলাচল ব্যহৃত হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ পথচারীদের।
পরে নওগাঁ জেলার পুলিশ সুপার কুতুব উদ্দিন দ্রুত সময়ের মধ্যে বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেফতারের আশ্বাস দিলে ভুক্তভোগী গ্রাহকরা সড়ক থেকে চলে যান।
নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নাজিম উদ্দিন তনু দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য যে, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা(লাভ) দিতেন। জেলার ১১ টি উপজেলায় এই সংস্থা রয়েছে। এই সংস্থার সদস্য প্রায় সাড়ে ৫ হাজার জন। চলতি মাসের প্রথম সপ্তাহের গ্রাহকদের টাকা দেয়ার কথা ছিল।
হঠাৎ করে গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬শ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ইতোমধ্যে গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।