গ্রেপ্তারের ১০ দিনের মধ্যে জামিন পেয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মোহাম্মদ আবু তাহের সুমন সেরনিয়াবাতকে জামিন দেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গ্রেপ্তারের ১০ দিন পর তিনি জামিন পান।
এর আগে, একই মামলায় গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও ওই মামলার আসামি ৯ জন কাউন্সিলরসহ মোট ২১ জন আদালতে আত্মসমর্পণ করলে এদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠানো হয়। একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত।