রাজধানীর সাভারের আশুলিয়ায় সৎ বাবার বিরুদ্ধে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে পর অভিযুক্ত শাবলু মাতাব্বরকে গ্রেফতার করে ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় পোশক শ্রমিক। গত ৫ বছর আগে ভুক্তভোগী ওই কিশোরী মায়ের সঙ্গে অভিযুক্ত শাবলু মাতাব্বরের ২য় বিয়ে হয়। তবে শাবলু বেকার হওয়ায় ভাড়া বাসায় থেকে সন্তানদের দেখাশুনা করতেন। ভুক্তভোগী কিশোরীর মা কর্মস্থলে গেলে সেই সুযোগে সৎ বাবা শাবলু তাকে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় গতকাল রাতেই স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে আশুলিয়া থানা একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শাবলুকে আটক করে পুলিশ। পরে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা।
আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত (ওসি) কামাল হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।