চট্টগ্রামের বোয়ালখালীতে ১ তলা ভবনের সিঁড়ি ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো: জুনু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুনু মিয়া বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল ঠান্ডা মিয়া বাড়ির মৃত মো: রহিম বক্সের ছেলে। তার ৩ জন ছেলে ও ৩ জন মেয়ে রয়েছে।
শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বোয়ালখালী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতরে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জনা গেছে , নিহত জুনু মিয়ার ৩ ছেলে প্রবাসী এবং ৩ মেয়ে বিবাহিত। তিনি ছেলেদের পরিবারের সঙ্গেই থাকতেন।
চট্টগ্রামের বোয়ালখালীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আছহাব উদ্দিন জানান, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।