চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির সুইপার কলোনির মৃত ধারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন মিয়া জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্য মামলার প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি পুলিশ গত ২ দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। গোয়েন্দা পুলিশ জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। বুধবার (০৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চন্দন ভৈরবে অবস্থান করছেন। পরে এই সংবাদ ভৈরব থানা পুলিশকে জানানো হলে পুলিশ গতকাল সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। এরপর রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভৈরব রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।
তিনি আরও জানান গ্রেফতারকৃত চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১নম্বর আসামি চন্দন। এই মামলার ৯ জন আসামিকে পুলিশ গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। অবশেষে তাকেও গ্রেফতার করা হয়েছে।