শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিশেষ সংবাদ

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সিদ্দিকের আদালতে মো: এনামুল হক নামে এক ব্যবসায়ী এই মামলাটি দায়ের করেছেন।

আদালত মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি। এই মামলায় অজ্ঞাত আরো ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী অভিযোগ করেছেন, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠনোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি ও টুপি দেখে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তার ওপর হামলা করেন। এতে তিনি মাথায় ও হাতে গুরুতর জখম হন। এদিকে, মামলা দায়েরের পর চিন্ময় কৃষ্ণসহ বাকি আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সব আইনজীবীরা।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো: সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীর মৃত্যু হয়। সেদিন পুলিশের ওপর হামলা, ভাঙচুর এবং আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত মো: ৫টি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ