চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরিতে জড়িত ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নকল জন্ম নিবন্ধন সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র, চট্টগ্রামের কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামের এবং জন্মনিবন্ধন লঘু সম্বলিত ৬টি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।
বুধবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকা থেকে তাদেরকে আটক হয়। আটককৃতরা হলেন, ফেনীর সদরের সুন্দরপুর এলাকার মো: কাশেমের ছেলে মো: সাগর (২৪) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের বাসিন্দা মো: জজ মিয়ার ছেলে মো: রেজাউল করিম (২৫)।
চট্টগ্রামে জাল জন্ম নিবন্ধন তৈরি চক্রের দুই সদস্যকে আটকের বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কায়সার হামিদ জানান, আটককৃত সাগর ও রেজাউল নিজেদেরকে কাউন্সিলর অফিসের স্টাফ, কখনো পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কাউন্সিলরদের সীল, স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতো।