রবিবার, ২৫ মে, ২০২৫

চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা’কে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে মো: ওমর ফারুক নামের এক যুবক। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে ঘরে থাকা ছোট বোনের সন্তান শিশু আফরিন (২)। রবিবার (০২ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওমর ফারুককে আটক করেছে পুলিশ

আটককৃত ওমর ফারুক কুমিল্লা জেলার বুড়িচং থানার মনিপুর তাতবাড়ি এলাকার মো: আক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির উত্তরপাড় এলাকায় একটি ভারা বাসায় রিনা আক্তার তার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রবিবার রাত ১০টার দিকে ছেলে বাসায় ফিরে নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা রিনা আক্তার ছেলেকে টাকা না দিয়ে নেশা করতে বারণ করেন।

এতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ছেলে ওমর ফারুক রান্নাঘরে থাকা বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মা রিনা আক্তারকে মারাত্মকভাবে জখম করে। এ অবস্থায় রিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো: আক্তার হোসেন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়ে ওমর। মাঝে মধ্যেই সে টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। রবিবার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চায় ওমর। টাকা না দেওয়ায় রান্না ঘরে থাকা একটি বটি দিয়ে মাকে এলোপাথারি কুপিয়ে জখম করে ওমর। এতে মায়ের গলা, বুক ও ২ হাতে আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আক্তার হোসেন আরো জানান, ‘এমন সন্তান যেন কারো না হয়। আমার কিছু আর অবশিষ্ঠ্য রইল না। পারলে ওকে আমি গুলি করে মেরে ফেলতাম। আমি আমার ছেলের ফাঁসি চাই।’ অপরদিকে, সোমবার (০৩ জুন) সকাল থেকে ঘাতক ওমর ফারুকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় লোকজনকে।

চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা’কে কুপিয়ে হত্যার বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কেফায়েত উল্লাহ জানান, এসব সামাজিক অবক্ষয়, ধর্মীয় ও পারিবারিক শিক্ষার অভাব। ছেলে কিভাবে জন্ম দেয়া মাকে খুন করতে পারে? এই ছেলে মাদকাসক্ত। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তার মৃত্যুতে চলচ্চিত্রপাড়া ও অনুরাগীদের মাঝে...

আদালত চত্বরে মমতাজের ওপর জুতা–ডিম নিক্ষেপ, ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁর বিচারের...

জনপ্রিয়

অপরাধ

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চারজন শীর্ষ নেতা। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...

দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

দেশের চলমান পরিস্থিতিতে যদি সরকারকে অর্পিত দায়িত্ব পালন প্রায় অসম্ভব করে তোলা হয়—তাহলে সরকার তা স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে...

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চারজন শীর্ষ নেতা। শনিবার (২৪ মে)...

দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

দেশের চলমান পরিস্থিতিতে যদি সরকারকে অর্পিত দায়িত্ব পালন প্রায় অসম্ভব করে তোলা হয়—তাহলে সরকার তা স্পষ্টভাবে জনসমক্ষে তুলে...

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে...

চলে গেলেন অভিনেতা মুকুল দেব, বলিউডে শোকের ছায়া

বলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। ৫৪ বছর বয়সে...

শেরপুরে পৌরসভার ভূমি উদ্ধার অভিযান, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

শহরের জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো...