চট্টগ্রাম শহরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম শহরে ঝুটের গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ জানান, ঝুটের গুদামটিতে বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ১১টার দিকে প্রথমে গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।