কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ ৩ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, রাকিবুল হাসান রুবেল (৩৫), মো: রিদুয়ান (৩৯) ও আজগর আলী (৪২)।
বুধবার (০৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: খন্দকার মুনিফ তকি।
লেফটেন্যান্ট কমান্ডার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটকঅভিযানের সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, ৬টি কার্তুজ, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।