খাগড়াছড়ি সদরে এক স্কুল শিক্ষককে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যার পর সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
“এরপর অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরজুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত শিক্ষকের নাম মো: সোহেল রানা। তিনি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সিভিল কন্সট্রাকশন ও সেফটি বিভাগের ইন্সট্রাকটর ছিলেন।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জনা যায়, ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে স্কুলের মধ্যেই ২০ থেকে ২৫ শিক্ষার্থী ১টি কক্ষে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর খাগড়াছড়ি সদরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জের ধরে শহরের চেঙ্গী স্কয়ার ও মহাজনপাড়ায় ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সদর উপজেলায় বিকাল ৩টা থেকে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।