বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতিকে আটক করেছে র্যাব-১৪। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর মেয়র, বর্তমান জেলা বিএনপ’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো: হাফিজুর রহমানকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক করা হয়েছে।
বুধবার (০৮ নভেম্বর) রাত ১২টার দিকে পৌর ব্রাহ্মণবাড়িয়ার বাগানবাড়ি থেকে তাকে আটক করা হয়। মো: হাফিজুর রহমান মৌড়াইলের বাসিন্দা।
বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে আটক করে রাত দেড়টার দিকে তাকে থানায় হস্তান্তর করে র্যাব-১৪। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ কারা হবে।