যৌথ বাহিনী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগের সহ-সভাপতি মো: সুমন মিয়াকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
সুমন জেলা শহরের মধ্যপাড়া এলাকার হাজী মোহাম্মদ মুসলিম মিয়ার ছেলে। শনিবার (১৯ অক্টোবর) সকালে যৌথ বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ একটি পিস্তল, একটি খালি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতাকে গ্রেফতারের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানিয়েছেন, এ ঘটনায় গ্রেফতার সুমন মিয়ায় বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।