চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মানিক মিয়া, নায়েক আবু তাহেরসহ একটি চৌকস পুলিশ দল।
গ্রেফতারকৃতরা হলেন, মো: মনির হোসেন (৩০), মো: মানিক হোসেন (২২) ও মো: কাঞ্চন মিয়া (৩০)। তাদের সকলের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর এলাকায়।
জানা গেছে, মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময় উপজেলার জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩জন যাত্রীকে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্পিডবোটযোগে তাদের গতিরোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে মোট ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
চাঁদপুরের মেঘনায় ৪৪ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতারের বিষয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: মুনিরুজজ্জামান জানান, জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েঠে। মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।