চাঁদপুর জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বজলাল পাটিকর (৬২) চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া এলাকার রাখাল চন্দ্র পাটিকরের ছেলে।
চাঁদপুর জেলা কারাগারে জেলার মো: মুনীর হোসাইন বলেন, গত (২৮ ডিসেম্বর) হত্যা মামলায় বজলাল পাটিকরকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রবিবার সকালে অসুস্থ হলে কারাগারের স্বাস্থ্য সহকারী প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।