নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এক ব্যবসায়ীকে অপহরণ ও মারধর এবং চাঁদাবাজির ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (০২ অক্টেবর) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ব্যবসায়ী শাহ আলম এই মামলার আবেদন করেন।
আদালত মামলার বাদীর অভিযোগ আমলে নিয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। এ মামলায় অজ্ঞাতনামায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। ব্যবসায়ী শাহ আলমকে অপহরণ করে মারধর ও চাঁদাবাজির ঘটনার সময় হারুন রশীদ নারায়ণগঞ্জের (এসপি) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার আসামিরা হলেন, সাবে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, মো: মোকারম, মো: শাহাদাৎ হোসেন, মো: ফিরোজ, মো: আনোয়ার হোসেন, মো: আবুল হোসেন, মো: সাইদ, মো: নজরুল, মো: শামসুল ইসলাম ও মো: হালিম খান।