সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। অবরোধের কারণে শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যানবহন চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, আশপাশের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেসরকারি অফিসগামীসহ সব কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অসুস্থ লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে আন্দোলনকারী। হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও পল্টন প্রেসক্লাবগামী সকল সড়ক সম্পূর্ণ বন্ধ।
আউটসোর্সিং নীতিমালা সম্পূর্ণ বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি জাতীয়করণের দাবি করছেন আন্দোলনকারীরা। তারা বলেন, চাকরি থেকে বহিষ্কার চলবে না, নিয়মিত বেতন দিতে হবে।
এ সময় আন্দোলনকারীদের ছোট-বড় ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’, ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’ সহ নানা রকম স্লোগান দেন।