ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিওবার্তা দেন তিনি।
ভিডিওবার্তায় সারজিস বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে বা যারা তাদের ওপর হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে।
তিনি আরো বলেন, যদি কোনো রোগীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকেন, তাহলে তদন্তসাপেক্ষে তারও বিচার করা হতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে এ সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র-জনতা সোচ্চার রয়েছে।
জানা যায়, শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দীপ্ত নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাসেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে চিকিৎসকদের ওপর হামলা করেন বেশকিছু শিক্ষার্থী।
এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। আর রবিবার দুপুরে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন তারা।