শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

বিশেষ সংবাদ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এই নির্দেশনা বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট পাঠিয়েছে।

এ নির্দেশনার ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন স্থগিত থাকবে। যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে, তারা হলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অনিক পাল, কার্ত্তিক চন্দ্র দে, সরোজ রায়, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, রূপন কুমার ধর, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুশান্ত দাস, প্রিয়তোষ দাশ, সুধামা গৌর দাস, রূপন দাস, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, সজল দাস ও লক্ষণ কান্তি দাশ।

বিএফআইইউয়ে’র চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ২৩(১)-(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে তাদের মালিকানাধীন সকল ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত সকল হিসাবের হিসাব-সংক্রান্ত তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ