দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লায়লা বানুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লায়লা বানু চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, লায়লার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দিনাজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে জেলা ডিবি পুলিশ তাকে আটক করেছে।’