চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ওরছে নাছির। শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনব্যাপী এেই সফর শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সফরকালে এই প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন এবং দেশটির আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমগুলো পরিদর্শন করবেন তারা।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
এই সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।