কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে চেতনানাশক খাইয়ে মা ও কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (২১ জুলাই) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মোহাম্মদ হোসেনের ছেলে একই নামের হাবিব উল্লাহ (১৯)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমে জানান, অভিযুক্ত দুই আসামি পূর্বপরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই মা ও মেয়েকে পান করান। এরপর তারা দুজনেই অচেতন হয়ে পড়েন। এই সুযোগে অভিযুক্তরা পালাক্রমে তাদের ধর্ষণ করে পালিয়ে যায়।
জ্ঞান ফিরেলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে থানায় অভিযোগ দিলে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ভুক্তভোগী মা ও মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।